২১ জানুয়ারি দুপুরে ফার্মটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষ্যে এলাকার চাষিদের নিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও ভার্মি কম্পোষ্ট এর ব্যবহার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর কৃষি কলেজের মুখ্য প্রশিক্ষক চিন্ময় রায়।
বিশেষ অতিথি ছিলেন; বাংলাদেশ ভার্মি কম্পোষ্ট উৎপাদন ও বিপনন এসোসিয়েশনের সহ সভাপতি বদরুল হায়দার ব্যাপারি।
ইউএস বাংলা এগ্রো ফার্মএর পরিচালক উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন; এড. আলেয়া রাহাত, ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, সখিনা আলী সেবা প্রকল্প ও মাসিক সোনামুখ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসমান গনি, সাংবাদিক এফ এম মনির, ইউপ সদস্য হাসনা হেনা, বাবুল আকতার, বিশ্বনাথ দাস, চন্দন কুমার, মাহমুদ হাসান প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(13)