ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় দলীয় কার্য্যলয়ে বিএনপি নেতা এম জহুরুল ইসলাস আকুঞ্জীর সভাপতিত্বে উক্ত কর্মী সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, জেলা বিএনপি’র সব-সভাপতি ও চেয়ারম্যান গাজী তফসির আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, থানা বিএনপি নেতা এফ এম মাসুদুল হক। এ সময় অন্যান্যে’র মধ্যে বক্তব্যদেন, শেখ সরোয়ার হোসেন, আব্দুল গফফার মোড়ল, মোঃ রওনাকুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, বাবুল আকুঞ্জি, নুরুজ্জামান কিসলু, স ম মমতাজ, মোঃ কাশেম আকুঞ্জি, খান সালাউদ্দিন, জিহাদুল ইসললাম, শাহেদুজ্জামান বাবু, ডাঃ আলম, শেখ আছাদুল ইসলাম, রিয়াজ উদ্দিন উকিল, এ কে এম জাফর, আলামিন বিশ্বাস, ওহেদুজ্জামান আকুঞ্জী, আঃ রব আকুঞ্জী, মোঃ রবিউল ইসলাম, বি এম আউয়ুব আহমেদ, আঃ মান্নান বিশ্বাস, শেখ শাহিন, ছাত্রনেতা আমিনুল ইসলাম ও শামীম আকতার রোমন প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)