সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে দল ভিত্তিক আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি’র মনোয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রথম দিন মঙ্গলবার মনোয়নপত্র সংগ্রহ করেন।
এরা হলেন ১নং ধামালিয়া ইউনিয়নের জহুরুল হক ও হুমায়ুন কবির স্বপন,
২নং রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারমান গাজী তফসির আহমেদ,
৩নং রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম আমানুল্লাহ,
৪নং খর্ণিয়য়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ও এফ এম রফিকুল ইসলাম,
৫নং আটিলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান তসলিম,
৬নং মাগুরাঘোনা চেয়ারম্যান আবুল কালাম সামছু-উদ্দীন, ৭নং শোভনা সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, মিজানুর রহমান লিটন ও শেখ হাফিজুর রহমান,
৮নং শরাফপুর ইউনিয়নে হেমায়েত রশিদ খান ও শেখ শাহিনুর রহমান,
৯নং সাহস চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, শেখ জয়নাল আবেদীন ও মশিউর রহমান লিটন,
১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা কবির হোসেন ও শেখ শাহিনুর রহমান,
১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নের মোলা মোশাররফ হোসেন মফিজ,
১৩নং গুটুদিয়া ইউনিয়নে মহসিন বিশ্বাস,
১৪নং মাগুরখালী ইউনিয়ন থেকে অরুন গোলদার দলীয় মনোয়নপত্র ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মনির হোসেন গোলদার বলেন আজ বুধবার সকাল ১১ টা পর্যন্ত ফরম বিতরন এবং বিকাল পর্যন্ত জমা নেয়া হবে। বৃহস্পতিবার জেলা বিএনপি’র কার্যালয়ে মনোয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন করা হবে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(16)