এরমধ্যে মোঃ সেকেন্দার আলী গাজী চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ এনামুল হক ছাতা প্রতীকে পেয়েছেন মাত্র ৭ ভোট। এর আগে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ যশোর আলী মোড়ল ও সদস্য পদে দিলিপ কুমার তরফদার, নুর মোহাম্মদ মোড়ল, বিপুল বিহারী মন্ডল, সঞ্জিত কুমার গাইন, আব্দুল ওহাব মোড়ল ও শেখ আব্দুল হাই নির্বাচিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন শশংক শেখর রায়, পোলিং অফিসার ছিলেন শেখ নজরুল ইসলাম ও বিপ্লব কুমার দাস।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)