চুকনগর প্রতিনিধিঃডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক বাই সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সন্নিকটে এই দূর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে পাইকগাছা থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের একটি দুরপাঁল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫০) আঁঠারোমাইল অভিমুখে আসতে থাকে। বাসটি মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি থেকে ১শ গজের মত আসলে একটি গ্রামীণ রাস্তা দিয়ে সিদ্দিক গোলদার (৬০) নামে এক ব্যক্তি বাইসাইকেল চালিয়ে মুল সড়কে ওঠার সময় বাসের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় সিদ্দিক গুরুতর আহত হন। দূর্ঘটনার পরই বাসটি সড়কে ফেলে রেখে চালক সহ বাসের সব ষ্টাফ পালিয়ে যায়।
আহত সিদ্দিক গোলদারকে মুমুর্ষ অবস্থায় দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সিদ্দিক গোলদার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের মৃত কিসমত গোলদারের ছেলে। দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন মাগুরাঘোনা ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ।
(7)