সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের দলিল লেখক শামছুর রহমান মোল্যার পুত্র শাহিন ইনতিয়াজ রানা(২৫) গুটুদিয়া এলাকার এসএম আসলাম এর ক্রয়কৃত জমি নামপত্তন করে দেওয়ার জন্য ৫ হাজার টাকা গ্রহন করে।
৩/৪ মাস পর রানা সহকারী কমিশনার (ভূমি)’র নকল স্বাক্ষর যুক্ত মিস কেস ৩২৮১ (১ঢ-১)/১৫-১৬ উল্লেখিত ভূয়া একটি নামপত্তন কেসের খতিয়ান কপি সরবরাহ করে ভূমি মালিকের কাছে।
এ ঘটনাটি জানা জানি হলে গত ১৬ জুন আসলাম শেখ বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রানা মোল্যাকে এক মাসের বিনাশ্রম কারা দন্ড ও ২শ টাকা জরিমানা ধার্য করে আদায় করেন ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(51)