সভায় চাষ ও বীজবপন যন্ত্র, পাওয়ার টিলার চালিত সিডার, ধান ও গম কাটার যন্ত্র রিপার এবং এক্সিয়েল ফ্লো পাম্প ব্যবহারে কৃষকদের চাষাবাদে ব্যয় সাশ্রয়, উৎপাদন বৃদ্ধি ও কারিগরি দিকসমুহ তুলে ধরা হয়।
বে-সরকারী উন্নয়ন সংস্থা সিমিট যশোর হাবের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুন নাহার ও জাগরনী চক্র ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক শিমুল বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন টেকনিক্যাল ফ্যাসিলেটর মোঃ নাসির উদ্দীন গাজী।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)