দেশে খাদ্য ও মিষ্টির চাহিদা পূরণ করতে বৃহস্পতিবার দিনব্যাপি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সাড়ে তিন হাজার তালের বীজ রোপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাটি-মা মনীন্দ্র-সাবিত্রী বন-সৃজন প্রকল্পের উদ্যোগে এবং স্থানীয় সি আই জি’র কৃষকদের সহযোগীতায় এ বীজ রোপর করা হয়। এরমধ্যে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কৈয়া স্লুইচ গেট হতে ধানিবুনিয়া পর্যন্ত পাকা রাস্তার দু’পাশে আড়াই হাজার এবং গুটুদিয়া হতে ডুমুরিয়া মহিলা কলেজ পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’পাশে পাঁচ’শ বীজ এবং মাগুরখালীর গাজীনগর ঘুরুনিয়ার রাস্তায় পাঁচ’শ তালবীজ রোপন করা হয়। পরে দেশে মিষ্টি ও পুষ্টি চাহিদা পূরণ এবং তাল ও খেজুর গাছের গুরুত্ব তুলে ধরে ধানিবুনিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোল্যা কবির হোসেসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যদেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ আতিকুন নাহার, উদ্ভিদ সংরক্ষণ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোকলেচুর রহমান মনা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, উপ-সহকারী কর্মকর্তা রবীন্দ্রনাথ মল্লিক, মোঃ আলতাফ হোসেন, মাকসুদা খানম, ইউপি সদস্য প্রভাষ মন্ডল ও স্বপ্না গাইন, সি আই জি’র সভাপতি বীথিকা রানী মল্লিক ও কৃষক প্রতিনিধি অশোক মন্ডল প্রমুখ। সভা শেষে স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক, রাধা রানী রায়, চিন্ময় মল্লিক, বিজয় রায়, টিংকু মন্ডল, প্রসাদ মন্ডল ও প্রশান্ত বিশ্বাসসহ অন্যান্য শিল্পীর সমন্বয়ে এক মনোঙ্গ সংগীত পরিবেশিত হয়।
//আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)