বুধবার তালা উপজেলার ওয়ার্কশপ মালিকদের নিয়ে উক্ত প্রশিক্ষণে পাওয়ার টিলার চালিত বীজ বোনার যন্ত্র পিটিওএস সেচ যন্ত্র, এক্সিয়েল ফ্লো পাম্প এবং ধান-গম কাটার যন্ত্র রিপার ব্যবহার করে ফসল উৎপাদন ব্যয় সাশ্রয় করা ও উৎপাদন বৃদ্ধি এবং যন্ত্র সমুহের পরিচালনা ও রক্ষণাবেক্ষনের কারিগরী কারিগরী দিকসমুহ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন বলেন, বর্তমানে কৃষি শ্রমিকের সংকট ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর জন্য কৃষি যান্ত্রিকীকরনের কোন বিকল্প নেই এবং সিসা-এম আই প্রকল্প খুলনা অঞ্চলে কৃষি যান্ত্রিকিকরনের উপর কর্মসূচী বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অত্র আঞ্চলে কৃষি যান্ত্রিকিকরনের লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে আর্ন্তজাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) ও আইডি কর্তৃক বাস্তবায়নাধীন সিসা-এমআই প্রকল্প উক্ত প্রশিক্ষনের মাধ্যমে কৃষকগনের মাঝে পাওয়ার টিলার চালিত বীজ বোনার যন্ত্র পিটিওএস) সেচ যন্ত্র, এক্সিয়েল ফ্লো পাম্প এবং ধান-গম কাটার যন্ত্র রিপার এর মেরামত ও খুচরা যন্ত্রাংশ এর সেবা প্রদানের জন্য স্থানীয় ওয়ার্কসপ মালিকদের প্রত্যক্ষ যোগসূত্র স্থাপন করে।
প্রশিক্ষন পরিচালনা করেন সিমিট যশোর হাবের কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, কৃষি উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম ও প্রশিক্ষণ সমাপনী করেন যশোর হাবের হাব কো-অর্ডিনেটর ডঃ শফিকুল ইসলাম।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(14)