ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সোবহান মোল্লার বাড়িতে খাবারের সাথে বিষ প্রয়োগ করে নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ৮টার দিকে অসুস্থ্যদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের কোন উন্নতি না হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ্যরা হলেন, মো: আব্দুস সোবহান মোল্লা (৬৫), তার স্ত্রী মরিয়াম বেগম (৫৫), সোবহান মোল্লার ছেলে সাকি মোল্লা (৩৬) কাজের লোক জসিম (১৭) ও মিনহার (২০)।
সোবহান মোল্লার জামাই মো: রবিউল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তারা (শ্বশুরবাড়ির লোকজন) খাবার খেয়ে ঘূমিয়ে পড়ে। কিন্তু সকাল বেলায় ঘুম থেকে না ওঠায় বাড়ির অন্যরা তাদেরকে ডাকতে গিয়ে দেখতে পায় ঘরের দরজা খোলা । এ সময়ে তাদেরকে ডাকাডাকি করলেও তেমনসাড়া না দেয়ায় দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, অজ্ঞাত কোন ব্যক্তি খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মেশাতে পারে। চোরেরা নগদ ১৫/২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদেরকে নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে নেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, বরাতিয়া গ্রামে সোবহান মোল্লার বাড়িতে খাবারের সাথে বিষ দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ দেয়নি ভূক্তভোগি পরিবার।
//আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়া, খুলনা
(2)