ডুমুরিয়ায় খান-এ-সবুর ট্রাষ্ট তহবিল হতে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া উপজেলার সাতজন মেধাবী ও অসহায় পরীক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পরীক্ষার্থীরা হল মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অসিত পাল, বানিয়াখালী বিদ্যালয়ের তুফান মন্ডল, বেতাগ্রাম বিদ্যালয়ের মুসলিমা আক্তার রিয়া, শোভনা বিরাজময়ী বিদ্যালয়ের সুমন মল্লিক, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এলিজা খাতুন, এ,কে,বি,কে বিদ্যালয়ের মৌমিতা মন্ডল ও তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের উজ্জ্বল মন্ডল। তহবিল থেকে তাদের প্রত্যেক’কে দুই হাজার করে মোট চৌদ্দ হাজার টাকা প্রদান করা হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)