ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আটক কৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে গাঁজাসহ পাইকগাছা থানার শ্রীকণ্ঠপুর গ্রামের কফিল মোড়লের ছেলে আশরাফুল আলম @ সাদ্দাম (২৬) কে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়ে।
অপর একটি অভিযানে ডুমুরিয়া থানার মইখালি গ্রামের ছলেমান শেখের ছেলে তৌহিদুল ইসলাম (৩০)কে দক্ষিন ডুমুরিয়া এলাকা হতে ২০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়৷
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(1)