শুক্রবার ভোরে উপজেলার শরাফপুর এলাকায় ঘেরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নান্টু শেখ ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের মৈখালী গ্রামের মৃত রূহুল আমিন শেখের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সেবন করিয়ে গলায় ফাঁস ও চোখে-মুখে আঘাত করে নান্টু শেখকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মশিউর রহমান জানান, ঘের ব্যবসায়ী নান্টু শেখের স্ত্রী অঞ্জনা বেগমের (১৯) সঙ্গে মৈখালী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে রেজোয়ান শেখের (২০) পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের পথ পরিস্কার করতে পরিকল্পিতভাবে নান্টু শেখকে ঘেরের বাসায় হত্যা করা হয়। তিনি জানান, ঘটনাস্থল থেকে কোমল পানীয়ের বোতল, গলায় ফাঁস লাগানো তোয়ালে ও হত্যাকারী রেজোয়ানের স্যান্ডেল জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী অঞ্জনা ও তার প্রেমিক রেজোয়ান শেখকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।
//আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(7)