জেলার ডুমুরিয়া উপজেলার একটি বিলের চিংড়ি ঘেরে ঘের মালিক শফিকুল ইসলাম (৪০) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। রোববার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশ নলঘোনা বিলের চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করেছে। শফিকুল উপজেলার মঈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার মো: মহসীন আলী জানান, শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় শনিবার রাতে বাড়ির পাশ্ববর্তী নলঘোনা বিলে ঘের পাহারা দিতে যায়। সকালে সে আর বাড়ি ফেরেনি। পরে পাশ্ববর্র্তী এক ঘের মালিক তার লাশ ঘেরের খালে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(18)