এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নের পুটিমারি বিলে সাতক্ষীরার তালা উপজেলার আঠারই গ্রামের বিএনপি নেতা নজরুল ইসলাম শেখ ও চার সহযোগী মিলে নিজস্ব জমিসহ হারিতে জমি নিয়ে ঘের ব্যবসা করে আসছে। ওই ঘেরে পুটিমারি গ্রামের পরিমল রায়ের দুই ছেলে নারায়ন রায় (৪০) ও জামিনী রায় (২৮) কাছ থেকে ঘের মালিকরা প্রায় দুই বিঘা হারিতে নেয়। কিন্তু চলতি বছরে মালিক নজরুল তাদের পাওনা হারির টাকা পরিশোধ না করে নানান তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে তারা ওই ঘেরে টাকা চাইতে গেলে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এরই মধ্যে ঘের মালিক নজরুল ইসলাম তার কথিত আতœীয় ও উপজেলা যুবলীগের আহবায়ক জি এম ফারুক হোসেনকে খবর দিলে তিনি কাঁঠালতলা এলাকার মুকুল মন্ডল, তবিবুর রহমানসহ ৮/১০ জন লোক নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এবং তিনি ঘটনা শুনেই লাঠি, কাঠের চলা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে দুই সহোদরকে এলাপাতাড়ি মারপিট শুরু করে। হামলায় তাদের মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে গেলে তারা ঘের মালিক নজরুল ইসলাম, ফারুক হোসেনসহ তাদের সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। তাদের আবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার আহতদের খুমেক হাসপাতালে প্রেরণ করেন। অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা জি এম ফারুক হোসেন বলেন, আমি ওই ঘেরে একটি শালিস করতে গিয়ে ছিলাম। সেখানে দু’পক্ষের মধ্যে ঠেলা-ঠেলি হলে পড়ে গিয়ে ওদের একটু কেটে-কুটে যায়। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(33)