ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি; খুলনার ডুমুরিয়া থানার শোভনা ও চুকনগর এলাকা হতে ছাগল চুরির পৃথক দু’টি মামলার ৭ আসামী আটক সহ চুরি যাওয়া ৩টি ছাগল উদ্বার করেছে পুলিশ।
ধৃত আসামীদের বৃহস্পতিবার(২১জানুয়ারী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার শোভনা গ্রামের গৃহবধু সবিতা মল্লিক বুধবার সকালে তার পোষা দুটি খাসী ছাগল যার আনুমানিক মূল্যে ২০ হাজার টাকা বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্যে বেঁধে রেখে আসেন।দুপুর আনুমানিক ২ টার দিকে ৬ জনের একটি সংঘ বদ্ধ চোরের দল ইজিবাইক যোগে ছাগল দুটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে। স্হানীয় লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করে ছাগল উদ্ধারসহ তাদেরকে হাতে নাতে ধরে গন পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ছাগলের মালিক সবিতা মল্লিক বাদী হয়ে বুধবার ধৃত আসামী কেএমপির লবনচোরা থানার সজল জমাদ্দার(২৬)ডুমুরিয়া থানার বাদুরগাছা এলাকার শহিদুল মির্জা ওরফে ডুবা(২৫) ও আব্দুল হাফিজ খাঁ(৩২),আঙ্গারদোহা গ্রামের টগর মীর ওরফে বাবু(২৫) এবং জিলের ডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন(২৫) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।অপর দিকে বুধবার দুপুরে থানার চুকনগর এলাকার গৃহবধু নাসরিন বেগম তার ৭টি পোষা ছাগল ঘাস খাওয়ানোর জন্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়ের পাশে বেঁধে রাখেন। তার মধ্যে হতে সুযোগ বুঝে ৩ জনের সংঘ বদ্ধ চোরের দল একটি খাসী ছাগল ইঞ্জিন ভ্যান যোগে চুরি করে পালানোর সময় তার আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ছাগলটি উদ্ধারসহ ছাগল চোর থানার আরাজি ডুমুরিয়া গ্রামের ফাহাদ শেখ(২২) ও আলী আহম্মদ শেখ(১৯)কে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেন। অপর একজন চোর পালিয়ে যায়।
এ ঘটনায় ধৃত চোর দ্বয়ের বিরুদ্ধে নাসরিন বেগম বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক দুটি ছাগল চুরি ঘটনায় ধৃত ৭ জন আসামীকে আদালতের মাধ্যেমে আজ(বৃহস্পতিবার) কোর্ট হাজতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া তিনটি ছাগল এবং চুরি কাজে ব্যবহ্নত ইজিবাইক ও ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়েছে।
(20)