ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রফিকুল হাসান ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন। সোমবার রাতে তাকে এই দন্ড দেয়া হয়। এর আগে সকালে কলেজ ছাত্রীর মা কলেজ অধ্যক্ষের কাছে প্রতিকার চেয়ে এবং তার মেয়েকে আর কলেজে না পাঠনোর সিদ্ধান্ত জানিয়ে একটি আবেদন করেন।
ওই আবেদন করার পর কলেজ শিক্ষক মঞ্জুরুল হক মুকুল কলেজ ছাত্রীর মোবাইল ফোনে আবারও উত্যক্ত করলে ভ্রাম্যমান আদালত এর সত্যতা পেয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা বেগম জানান, কলেজের এক ছাত্রীর মা শিক্ষক মঞ্জুরুল হক মুকুলের বিরুদ্ধে যৌন হয়রানিও মোবাইল ফোনে উত্যক্তের অভিযোগ করেছে।
সেই অভিযোগ পত্রে তিনি বলেছেন তার মেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে না। বর্তমানে এইচএসসি পরীক্ষার ফরম পুরণ চলছে। ঘটনাটি সভাপতিকে অবহিত করা হয়। পরে ঘটনার তাৎক্ষণিক সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতে তাকে আর্থিক জরিমানা করেন।
ডুমুরিয়া কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা বলেন, অভিযোগের সত্যতা পেয়ে কলেজ শিক্ষক মঞ্জুরুল আলম মুকুলের বিরুদ্ধে ৫০৬ ধারায় শাস্তি দেয়া হয়েছে।
এছাড়া কলেজ গর্ভনিং বডির সভায় ওই শিক্ষককে কারনদর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া ওই কলেজ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পুরণের সুযোগ দেয়াসহ সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ও পরিচালনা বোর্ডেও সভাপতি বরাবর দেয়া আবেদন পত্রে বলা হয়েছে, তার মেয়ে ডুমুরিয়া কলেজের ব্যবসায় শিক্ষা শাখায় পড়ালেখা করে। ওই কলেজের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক মো: মঞ্জুরুল আলম মুকুল ওই ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। তাছাড়া ভাল ফলাফল করিয়ে দেবে এমন প্রতিশ্র“তি দিয়ে নানা রকম অশ্লীল কথাবার্তা বলতো যা আমার মেয়ে আমাদেরকে জানান।
কিন্তু সংখ্যলঘু হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ার কারণে আমরা এর প্রতিবাদ করতে পারিনি। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর রাতে কলেজ শিক্ষক মঞ্জুরুল আলম মুকুল আমাদের মোবাইল নম্বরে ফোন করে মেয়ের সাথে কথা বলে। তাকে নানা রকম অশ্লীল কথা বলে এবং মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাব দেয়। বর্তমানে নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের মেয়েকে আর কলেজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন এইচএসসি পরীক্ষায়ও আমাদের মেয়ে অংশ নিবে না।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(12)