ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রুদাঘরা গ্রামে। এ ব্যাপারে উভয় পক্ষ পৃথক ভাবে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের মৃত হাসেম আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম সরদারের সাথে একই এলাকার আজিজুল সরদারের ছেলে রবিউল ইসলাম সরদারের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত বুধবার গভীর রাতে প্রতিপক্ষ রবিউল সরদার ওই সম্পত্তির ওপর জোর পূর্বক ইট-বালি (পাকা) দিয়ে বসার বেঞ্চ তৈরী করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সিরাজুল ওই তৈরী করা বেঞ্চ দেখে তা ভেঙ্গে দেয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা রিবাজ করছে এবং উভয় পক্ষ ডুমুরিয়া থানায় পৃথক ভাবে দুইটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে সিরাজুল ইসলাম জানান, আমার বাড়ির সিমানা সংলগ্ন স্থানে রাতের আঁধারে প্রতিপক্ষ রবিউল ইসলাম জোর করে পাকা বেঞ্চ তৈরী করে। আমি বাধা প্রদান করলে সে আমাদের নানাভাবে হুমকি দেয়। এ ব্যাপারে রবিউল ইসলাম জানান, রাস্তার এ পাশে আমার চায়ের দোকান। তাই সকলের বসার জন্য রাস্তার ওপর পাশে পাকা করে একটি বেঞ্চ তৈরী করেছিলাম। পরে ওরা এসে বেঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেয়। ডুমুরিয়া থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) বি এম বাবুল আক্তার জানান, উভয় পক্ষের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
//আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)