ডুমুরিয়ায় মঙ্গবাল বিকেলে জাতিয় পার্টি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন স্থানীয় শঙ্কমহল সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও খুলনা জেলা আহবায়ক এ্যাডঃ শফিকুল ইসলাম মধু। জাপা নেতা মাষ্টার সবুর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টি’র সহ-সভাপতি ও মহানগর সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য দেন জাপা নেতা ও সাবেক সংসদ মোঃ মোক্তার হোসেন ও প্রধান বক্তার বক্তব্য দেন জেলা সদস্য সচিব হাদিউজ্জামান। উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব আব্দুল লতিফ জমার্দ্দারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, জাপা নেতা গাজী গওহর, কাজী সামছুর রহমান, ডাঃ দীন মোহাম্মদ আলী, মাষ্টার শরিফুল ইসলাম, মিজানুর রহমান, ওহিদুজ্জামান, ফরিদা ইয়াছমিন, জেলা যুব সংহতির নেতা এরশাদুজ্জামান ডলার, শাহরিয়ার নাজিম, জেলা ছাত্রনেতা প্রিন্স হোসেন কালু, আব্দুল্লাহ আল মামুন, কাজী মইনুল হোসেন, শেখ সিরাজুল ইসলাম, বি এম আশরাফ হোসেন, বি এম কামরুল ইসলাম, কাজী রায়হান, শেখ ইলিয়াছ হোসেন, হান্নান মোড়ল, লিটন মল্লিক, ফজর আলী হালদার, মিন্টু শেখ, অশোক দাশ ও আবু তাহের প্রমুখ। সম্মেলন শেষে মাষ্টার আঃ সবুর সরদার কে সভাপতি ও আব্দুল লতিফ জমদ্দার কে সাধারন সম্পাদক নিবাচন করা হয়।
//আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)