জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়।
সম্মেলন পরিষদের কেন্দ্রিয় প্রতিনিধি হারুন অর রশীদ এর সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটির নির্বাচিত করা হয়।
কমিটির সভাপতি হলেন অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল,সহ-সভাপতি রবীন্দ্রনাথ মল্লিক ,অর্পূব কুমার বৈধ্য, ডাঃ ইউনুছ আলী, সাধারন সম্পাদক আজমল হোসেন খান অপু, সম্পদক মন্ডলী শিক্ষক শফিকুল আলম, সঞ্জয় কুমার চন্দ্র, কুমারেশ মন্ডল,ফারহানা ইয়াসমিন শাওন, তমা তন্বী, কোষাধ্যক্ষ শাহানা আলিমা, সদস্য শক্তিলতা বৈদ্য, পূনিমা দাস, পিপুল হালদার, লুপ্তি মন্ডল, মালবিকা রায়, লীনা জেসমিন, নীতিশ রায়, বিপুল বিশ্বাস, লিটন কুমার ঢালী, রাখী ঢালী প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)