ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) এম মসিউর রহমান জানান, দেশ ব্যাপি জামাত ইসলামীর সদস্যরা নাশকতা ও নৈরাজ্যে’র প্রচেষ্টা প্রতিরোধে বিশেষ পুলিশি অভিযান শুরু হয়েছে। এই লক্ষে গত রোববার সারা রাত ধরে উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে জামাতের এক সক্রিয় নারী কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক নারী সদস্য’র নাম রাহেলা বেগম (৩৭)। সে চেঁচুড়ি গ্রামের জামাত নেতা সাইফুল ইসলামের স্ত্রী। তার স্বীকারোক্তিতে সরকার বিরোধী ও জামাত সমার্থিত প্রায় ১৫০ পিচ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটক অন্যরা হল কাটেংগা গ্রামের ফায়জুদ্দিন হালদার (৩২), রুদাঘরা গ্রামের আব্দুল গফফার সরদার (৪০) ও সালাম খান (৪৫), কোমরাইল গ্রামের শরিফুল গাজী (৩৭) ও রবিউল গাজী (৩০), শাহপুর এলাকার সোহরাপ তরফদার (৪০) ও জাফর আকুঞ্জি (৪০), চহেড়া গ্রামের আতিয়ার রহমান শেখ (৪৫), বেতাগ্রাম এলাকার আঃ হালিম শেখ (৩৮) ও আলমগীর মোড়ল (২২), দক্ষিণ ডুমুরিয়ার আঃ সামাদ বিশ্বাস (৫৩), আরাজি সাজিয়াড়ার হাফেজ মতিয়ার রহমান (৪১) ও তার ছেলে বায়েজিদ ইসলাম (২২), ইয়াসিন সরদার (৩৫), শফিকুল ইসলাম (৪০), আঃ মজিদ শেখ (৩৩), কুখিয়া গ্রামের আব্দুল্লাহ শেখ (৩৮), নরনিয়া গ্রামের জাকির হোসেন (৩৫) ও আরশনগর গ্রামের আবুল কালাম (৩২)। এদের সকলকে আদালতে সোর্পদ করা হয়েছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(12)