ডুমুরিয়া উপজেলা জামাতের সেক্রেটারী ও এক বিএনপি নেতা’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) এম মসিউর রহমান জানান, নাশকতা ও নৈরাজ্যে প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশী অভিযান শুরু হয়েছে। এ সময় উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ শফিকুল ইসলামকে (৩৮) এবং আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক সরদার দৌলত হোসেনকে (৪৮) আটক করা হয়েছে। আটক জামাত নেতা শফিকুল ইসলাম স্থানীয় মহিলা মাদ্রাসার সুপার এবং উলা গ্রামের শওকত হোসেন মোল্যার জামাতা। এ ছাড়া তিনি পাইকগাছা সদরের মোঃ ফজর আলী মালীর ছেলে। অপরদিকে বিএনপি নেতা সরদার দৌলত হোসেন চুকনগর গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য। তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় নানাবিধ অভিযোগ রয়েছে বলে পুলিশ জানান।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(20)