ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের ১৬ জন নেতা-কমী’কে আটক করেছে। গত শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও নৈরাজ্যে’ সৃষ্টির আশংকায় অভিযান শুরু হয়েছে। অভিযানে রঘুনাথপুর গ্রামের শহিদুল মোড়ল (৪৫), টোলনা গ্রামের শহিদুল ইসলাম, রুদাঘরা গ্রামের লিটন সরদার (২৬), বাচ্চু সরদার (৩২), মালতিয়ার গাজী আতিয়ার রহমান (৪০), হোগলাডাঙ্গা গ্রামের সাইদুজ্জামান, রানাই গ্রামের ফয়সাল শেখ (২২), আবুবক্কর শেখ (১৯), হামিদ শেখ (৪০), আনোয়ার শেখ (৪০), আলমগীর হোসেন (৩০), ডুমুরিয়া সদরের শহিদুল গাজী (৫৫), মোতালেব মোল্যা (৫০), আবু সাঈদ মোল্যা (৫০) ও টিপনা গ্রামের জামির ঢালীকে (৪০) আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ পাওয়া গেছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(17)