ডুমুরিয়ার জেএসসি ও জেডিসি পরীক্ষার সব কেন্দ্রে নকলের মহোৎসব চলছে এমন খবরে গতকাল সোমবার উপজেলা প্রশাসন আকষ্মিক অভিযান চালিয়েছে। অভিযানে মধুগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে জেডিসির ৩ পরীক্ষার্থী। তবে গতকাল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ-প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন না।
খবর নিয়ে জানা যায়; ডুমুরিয়ার জেএসসি ও জেডিসি পরীক্ষার সব কেন্দ্রে পরিদর্শকের সহায়তায় নকলের মহোৎসব চলছে। শিক্ষকরাই পরীক্ষার্থীদের বলে দিচ্ছেন বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো। অধিকাংশ কেন্দ্রে পরীক্ষার্থীরা নোট গাইড নিয়েই ঢুকছে। কর্তব্যরত অফিসার কেন্দ্রে যাওয়ার আগেই শিক্ষার্থীদের সতর্ক করে দিচ্ছেন কর্তৃপক্ষ। এমন খবরে গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি কেন্দ্রে অভিযান চালান। অভিযানের অংশ হিসেবে মধুগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে অভিযান চালান ডুমুরিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হাসান। কক্ষে প্রবেশ করেই দেখেন হ-য-ব-র-ল অবস্থা।
মধুগ্রাম কেন্দ্র সচিব অধ্যক্ষ মহিব্বুর রহমান জানান; চেচুড়ি দাখিল মাদরাসার পরীক্ষার্থী রুকাইয়া খাতুন, কোমরাইল দাখিল মাদ্রাসার রানি খাতুন ও আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার আশিকুর রহমান বহিস্কার হয়েছে। তাছাড়া কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলার কারণে রানাই মহিলা দাখিল মাদরাসার শিক্ষক আতাউর রহমানকে, চেচুড়ি দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং মধুগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক আঃ হামিদকে বহিস্কার করা হয়েছে।
ডুমুরিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হাসান বলেন; পরীক্ষায় খোলা মেলাভাবে নকল করার অপরাধে ৩ পরীক্ষার্থী ও ৩ জন শিক্ষককে বহিস্কার করেছি। তিনি আরও বলেন পরীক্ষা কেন্দ্রগুলোতে বর্তমান যে অবস্থা বিরাজ করছে তাতে আগামি প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(7)