ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ জন বাস ড্রাইভারকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স বিহীন বাস চালনার অপরাধে আজ বিকেলে ডুমুরিয়া বাস স্ট্যান্ড বাস ড্রাইভার পাইকগাছার মিজানুর রহমান এবং সাতক্ষীরার আকবর আলী গাজী প্রত্যেক কে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারার অপরাধে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন আবুজার হোসাইন, থানা পুলিশের সদস্যবৃন্দ।
(0)