ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ায় দলিতের উদ্যোগ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দলিত কমিউনিটি পর্যায়ে রালি শেষে চুকনগর দলিত হাসপাতাল সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্রিসটিয়ান এইড বাংলাদেশ এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতের প্রকল্প ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দলিতের কর্মসূচী প্রধান নিতাই চন্দ্র দাস।
বিশেষ অতিথি ছিলেন দলিতের অডিট ম্যানেজাের উত্তম কুমার দাস, দলিত হাসপাতালের ম্যানেজার মোঃ জাকির হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, হিসাব রক্ষক কৃষ্ণপদ দাস ও প্রতাপ দাস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উজ্জ্বল দাস। সার্বিক সহযোগিতা করেন বাঁধন পাল, পবিত্র দাস, দীপ্ত দাস, মৃথারানী দাস।
(0)