অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্পিক আপ এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর মি. ট্রয়এন্ডারসন।
বিশেষ অতিথি ছিলেন স্কুল শিক্ষিকা জাকিয়া সুলতানা উল্কা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দলিত সমাজের মানুষের পাশে দাড়িয়ে তারে জীবনমান উন্নয়নে সকলকে সথেষ্ট স্ব-চেষ্ট থাকতে হবে। বাল্য বিবাহ পতিরোধে মেয়েদেরি এগিয়ে আসতে হবে।
দলিত ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে সরকারের পাশাপাশি তাদেরও ভূমিকা থাকবে বলে প্রতিশ্র“তি দেন। দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য ধ্রুব সংস্থাকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী, লিগ্যাল এ্যাডভাইজার অপর্না রায়, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, প্রোগ্রাম অফিসার শিবুপদ দাস, প্রকল্প সুপার ভাইজার মো: মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ১৫৫ জন দলিত ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ ও টিউশন ফিস বিতরণ করা হয়। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)