চুকনগর প্রতিনিধিঃ ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের জয়ন্ত কর, মাসুদুর জামান রঞ্জু, খোরশেদ আলম, ইসরাত হাসান, মাসুদ পারভেজ, মেহেদী হাসান, ছন্দা মল্লিক, দিলরুবা খাতুন, ইউপি সদস্য মনিরুজ্জামান মালী, এম এ সালাম, প্রতিরাম হালদার, মনিরুল ইসলাম, আলাউদ্দিন মালী, মাওলানা মতিউর রহমান, রাশেদুল ইসলাম, বাবলুর রহমান বাতি, মাষ্টার মোশাররফ হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।
সভায় আটলিয়া ইউনিয়নের পরিবর্তনের অঙ্গিকার করেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও দুই শতাধিক সেচ্ছাসেবক।
(2)