ডুমুরিয়া থানা পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে জামাত শিবিরের দুই সক্রিয় সদস্য’কে আটক করেছে। এরা হল উপজেলার রাজাপুর গ্রামের মতলেব ফকিরের ছেলে আঃ হালিম ফকির (৪০) ও থুকড়া গ্রামের নওশের গাজীর ছেলে আলমগীর গাজী (৩৮)। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, আটক দু’জনই জামাত শিবিরের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতাসহ নানাবিধ অভিযোগ ও জ্বালাও-পোড়াও মামলা রয়েছে।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)