সংশ্লিষ্ট পূজা মন্দির কর্তৃপক্ষ ও অভিযোগ সুত্রে জানা যায়, দুর্গা পুজা উদযাপনের লক্ষে এবছর ডুমুরিয়া উপজেলায় ১৮০টি পুজা মন্দিরের জন্য ৯০ মেঃটন সরকারি জিআর চাউল বরাদ্দ পাওয়া যায়। ওই চাল বর্তমান বাজার মুল্য ছাড়া ৩/৪টাকা কম দামে ডিলার সিন্ডিকেটের মাধ্যমে কেজি প্রতি ১৬.৪০ টাকা দরে অজ্ঞাতে বিক্রি করে দেয়া হয়। যাহা বর্তমান বাজার মুল্য প্রতি কেজি চাল ২০/২১টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার সকল পুজা মন্দিরগুলি। এ প্রসঙ্গে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ বলেন, ইউএনও এবং পিআইও মহোদয়সহ সকল ডিলারের উপস্থিতিতে ডাকের মাধ্যমে সর্বচ্চোদাম ওঠে ১৬.৬০ টাকা কেজি প্রতি। তাছাড়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে প্রত্যেক মন্দির কর্তৃপক্ষকে বলা হয়েছিল যারা চাল নিতে চান চাল নিবেন এবং টাকা নিতে চাইলে তারা ৫০০ কেজি চালের দাম হিসেবে ৮ হাজার ৩০০ টাকা পাইবেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(22)