ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা, ঝুকি হ্রাস ও প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি, ইউপি চেয়ারম্যান জি এম আমানউল্লাহ, আশ্রয় ফাউন্ডেশনের প্রজেক্ট সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, ফিল্ড কর্মকর্তা খান জাহান আলী, আইটি অফিসার লুৎফর রহমান, মাঠ পরিদর্শক সঞ্চিতা সরকার, নুরানি পারভীন, খান জাহাঙ্গীর আলম ও শেখ মান্নান প্রমুখ।
//আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)