এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল কুষ্ণ সানা, পাইকগাছার লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, তালা খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, অরুন কুমার গোলদার, ইউপি সদস্য পরিতোষ সরকার, বিষ্ণুপদ মন্ডল, তপন কুমার মন্ডল, অশুতোষ মন্ডল, সুকৃতি রঞ্জন সরকার, দিপংকর রায়, আঃ সালাম সরদার, গৌর চন্দ্র মন্ডল, কালাম গাজী প্রমুখ। প্রতিযোগিতায় ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী দল, বাদুরগাছা দল, নীচুখালী দল, তালার ইসলামকাঠি দল, নগরঘাটা দল, পাইকগাছার সোলাদানা দল, লতা ইউনিয়ন দল ও কেশবপুর বাগডাঙ্গা দল অংশ গ্রহন করে। খেলায় চ্যাম্পিয়ন হয় লতা দল, রানার্স আপ হয় ইসলামকাঠি দল ও তৃতীয় হয় চ্যাংমারী দল।
খেলা পরিচালনা করেন প্রনব কান্তি সরদার, দিপক কুমার তরফদার ও নির্মল কুমার সরকার। খেলাটি উপভোগ করতে এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর আগে উপজেলা চেয়ারম্যান জুম্মাবাদ আটলিয়া ইউনিয়নের ছোট মুগা বুনিয়া জামে মসজিদে নামাজ আদায় করেন এবং মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(7)