ডুমুরিয়ায় শুক্রবার দিনব্যাপী বিশিষ্ট অর্থনীতিবিদ ও আ’লীগ নেতা প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম উপজেলার ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মত বিনিময় করেন।
তিনি টোলনা, পাকুড়িয়া, ছয়বাড়িয়া, ধামালিয়া, বরুনা, দোহাকুলা, কাটেংগা, কপালিয়া, চেচুড়ি, ময়নামান্দ্রাপুর এলাকায় স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আঃ মজিদ শেখ, সিদ্দিক মোড়ল, কাজী জসীমউদ্দীন মুক্ত, শেখ মুজিবুর রহমান, ইসলাম কাজী, খাজা আঃ মজিদ, শেখ মাসুদ রানা, আঃ জব্বার, রাশেদুল গাজী, সাদ্দাম হোসেন, প্রসেনজিৎ বিশ্বাস, সাগর খলিফা, শেখ ওলিয়ার রহমান, সবুর ফকির, সোহেল সরদার, মিলটন সানা, অভি সরদার, ইমরান ফারাজী, তরিকুল ইসলাম, নাঈম শেখ, ইয়াছিন শেখ, তানভীর আহমেদ, রমজান আলী, কাজী হাসান প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)