ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-১৫ পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও এনজিও সংস্থা উত্তরণের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মোঃ রফিকুল হাসান সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি’র বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কারমুজ্জামান, উত্তরনের উপজেলা ব্যবস্থাপক নাজমুল বাশার, চেতনা ফাউন্ডেশনের দিবাশীষ রায়, চিন্ময় ঢালী, প্লীড এনজিও’র বিজয় কৃষ্ণ মন্ডল প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)