মঙ্গলবার সকালে খুলনা পল্লী বিদুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কের সামনে ঘন্টা ব্যাপী কর্ম বিরতী রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে।মানববন্ধন কর্মসূচী চলাকালীন বক্তব্য দেন জুনিয়র ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম ও দীগেন বিশ্বাস, বিএস তসলিমা জাহান, পিউসি এবিএম ইয়িলাজ শ্হা আকবরী,লাইন টেকনিশিয়ান জিয়াউল কবির,নাছির উদ্দিন সরদার প্রমুখ ।
সভায় বক্তরা পল্লী বিদুতের কর্মকর্তা কর্মচারীরা দিন রাত সর্ব ক্ষেত্রে জীবনের ঝুকি নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। অথচ সরকার ঘোষিত নুতন পে স্কেল পাওনা থেকে তারা উপেক্ষিত । তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকায় পে স্কেল দ্রুততার সাথে বাস্তবায়নের দাবী জানান।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)