ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় পিতা মাতার উপর অভিমান করে এক যুবক বিষপানে আত্নহত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের আলতাফ হোসেন মীরের ছেলে বিপ্লব মীর(২৫)।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার সকালে বিপ্লবের স্ত্রীর সাথে পিতা মাতার ঝগড়া বিবাদ হয়। সেকারণে স্ত্রী রাগে ও ক্ষোভের বশে পিত্রালয়ে চলে যায়। এঘটনাকে কেন্দ্র করে বিপ্লবেরও পিতা মাতার সাথে ঝগড়া হয়। এরই জের ধরে পিতা মাতার উপর অভিমান করে বিপ্লব শনিবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে সবার অগোচরে নিজ ঘরের শয়নকক্ষে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে।
রাত আনুমানিক ৯টার দিকে ঘর থেকে কান্নার শব্দে পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে, সে বিষ পান করেছে। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, সুরতহাল রির্পোট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
(2)