ভূক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের বেলায় ওই এলাকার জাহাতাপ গাজী, মাহাবুর গাজী, তৈয়বুর গাজী, মাহতাপ গাজী, লিটু, হাবিবুর, আছাবুর, বাসারসহ ১০/১২ জন তাদেও বাড়িতে হানা দেয়। এ সময়ে তারা আফসার শেখকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে। আফসার ঘর থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হলে তার অবস্তা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আফসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওর্য়াডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, পূর্ব ডুমুরিয়ায় জনৈক আফসার শেখকে মারপিট করা হয়েছে বলে শুনেছি। তবে তারা থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেয়া হবে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত দিনমজুর আফসার শেখকে দেখতে আওয়ামীলীগ নেতা ডুমুরিয়া উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক গাজী হুমায়ূন কবীর হাসপাতালে যান। তিনি আফসার শেখের চিকিৎসার খোজ খবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।##
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)