স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের মতলেব বিশ্বাসের ছেলে মুছা বিশ্বাস ও ইছা বিশ্বাসের সাথে প্রতিপক্ষ ছালাম বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস, আলাল বিশ্বাস ও কালাম বিশ্বাসের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই মধ্যে গতকাল সোমবার দুপুরে জামাল ও আলালসহ প্রায় ১৫/১৬জন লোহার রড, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে মুছা ও ইছাদের বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তাদের হামলায় মতলেব বিশ্বাস, ছেলে কুদ্দুস বিশ্বাস, মুছা বিশ্বাস, ইছা বিশ্বাস, গৃহবধু ফিরোজা বেগম, কাঞ্চন বেগম, রনজিদা বেগম, জিরিনা বেগম, চায়না বেগম, শিশু সাকিব ও মিম গুরুতর আহত হয়। প্রায় আধা ঘন্টা ধরে মারপিট চালিয়ে প্রতিপক্ষরা চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর দেখে খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে মারপিটের শিকার ইছা ও মুছা বিশ্বাস জানান, ওদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে ওরা প্রায়ই আমাদের নানাভাবে হুমকি প্রদান করত। হঠাৎ গতকাল দুপুরে অর্তকিত ভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট শুরু করে। ডুমুরিয়া থানার ডিউটিরত অফিসার উপ-সহকারী পরিদর্শক মোঃ কেরামত আলী জানান, হামলায় আহতরা থানায় এসেছিল। প্রথমত তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(13)