মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র (এমপি) সাথে ডুমুরিয়া সনাতন সংঘের নেতৃবৃন্দরা মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা সদরের কাউন্সিল সড়কস্থ শ্যামা মন্দির প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বিজয় কুমার সাহা’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন, আওয়ামীলীগ নেতা আবু বক্কার খান, গাজী হুমায়ুন কবির বুলু, আছফার হোসেন জোয়ার্দ্দার, অধ্যাপক শিশির কুমার সিংহ, কানাই লাল সাহা, শান্ত পাল, সনাতন সংঘের সাধারন সম্পাদক বিকাশ অধিকারী, অর্থ সম্পাদক বিশ্বজিত সাহা, গোষ্ট পাল, অসিম সাহা, শিবপদ অধিকারী, উজ্জ্বল পাল, জয়দেব সাহা, দিপংকর পাল, উজ্জ্বল রায়, গোবিন্দ দে, সঞ্জয় পাল, অলোক দত্ত, সাধন কুমার রুদ্র ও কৃষ্ণপদ সাহা প্রমুখ। পরে প্রতিমন্ত্রী সনাতন সংঘের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং শ্যামা পূঁজা’র শুভেচ্ছা বিনিময় করেন। এ বছর সনাতন সংঘের উদ্যোগে বর্ণিল আলোক-সর্জ্জাসহ ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে শ্যামা পূঁজা উদযাপিত হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)