এ সময় তিনি ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব আতাউর ইসলাম বেবির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নদী কমিশনের চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলার মরা ভদ্রা, হামকুড়া নদী, সালতা নদী সহ বিভিন্ন নদী খননের পরিকল্পনার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা, ডুমুরিয়া বারোআনি ও বড় বাজারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সামছু-দ্দৌজা, সহাকারী কমিশনার (ভুমি) রফিকুল হাসান, ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সালেহ, শেখ নাজিবুর রহমান, খান নজরুল ইসলাম, আফছার হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া উন্নয়ন ফোরামের সভাপতি গাজী গওর সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি গৌর কিশোর রায়, সাধারণ সম্পাদক খান আবু বক্কার সহ আ’লীগ ও সহযোগী সংগঠন এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী ৪৫তম মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)