ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় মাদার অব হিউম্যানিটি বিশ্ব শান্তির অগ্রদুত ডিজিটাল বাংলাদেশ রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা, র্যালী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল ও বি,এম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল, জামিল খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, চৈতালী হালদার, প্রভাষক গোবিন্দ ঘোষ, হাসনা হেনা, রাখি পারভীন, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগ নেতা খান আবুল বাশারও শেখ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ কেক কাটেন।
(0)