ডুমুরিয়া বাজারের ডিপো মালিক সমিতির সদস্য ও প্রবীন মৎস্য ব্যবসায়ী আশুপদ দাস (৭০) দীর্ঘদিন রোগ ভোগের পর বৃহস্পতিবার গভীর রাতে পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া বাজার ডিপো মালিক সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন, রুহল আমিন মোল্যা, সুখলাল বিশ্বাস, কওছার আলী বিশ্বাস, গৌরপদ বিশ্বাস, শেখ মাহাবুর রহমান, আসাবুর রহমান বাগাতী, তৈয়েবুর রহমান মোড়ল, নাহিদ কাজী, রুস্তম আলী শেখ, হাইদুল খান, বিরাজ বিশ্বাস, জাহিদুর বিশ্বাস, আসাদ খান, হাফিজুর বাগাতী, ইয়াকুব শেখ, মোশাররফ হোসেন প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)