সভায় বক্তব্যদেন কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ হিমাংশু বিশ্বাস, বিধান চন্দ্র ঢালী, ইউপি সদস্য শশাংক বিশ্বাস, সবুজ মন্ডল, শিক্ষাবিদ কালিদাস বিশ্বাস, শিক্ষক কাশিনাথ বিশ্বাস প্রমুখ। ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের উপস্থিতিতে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলো, উৎস বছাড়(গোল্ডেন), উদিতা ঢালী(গোল্ডেন), স্বর্নময়ী মল্লিক(গোল্ডেন), রাখি মন্ডল (গোল্ডেন), তৃষা মন্ডল, ঈশিতা ঢালী, মাধুরী মন্ডল, মুনমুন মন্ডল, বৈশাখী মন্ডল, সাগর মন্ডল, নিলয় বিশ্বাস, সৌরভ বৈরাগী ও দীনেশ বিশ্বাস।
এদের মধ্যে ভবিষ্যতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়র, কেউবা বিশ্ববিদ্যালয় পড়া লেখা করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শশাংক ঢালী। পরে ৬ষ্ঠ শ্রেনী হতে ৯ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(13)