ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম মালী নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি মারা যান। সে কাঁঠালতলা বাজারের সার ব্যবসায়ী ও উপজেলার বরাতিয়া গ্রামের হোসেন মালীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে নজরুল ইসলাম মালী বিচালি কাটার ম্যাশিনে বিচালি কাটার জন্য মোটরের সুইচ দেয়। এসময় মোটর না চলায় তিনি মোটরে হাত দেয়া মাত্রই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে বিচালি কাটা ম্যাশিনের উপর ছিটকে পড়েন। এসময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। অল্পক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(8)