প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাহ ওষুধ প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজসেবক ব্যবসায়ি সিআইপি পদকপ্রাপ্ত এ এম হারুনার রশিদ।
চিকিৎসা সেবা প্রদান করেন- খুলনা মাতৃমঙ্গল হেলথ সেন্টারের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খান, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের মেডেসিন বিশেষজ্ঞ ডা. এস এম আব্দুল আউয়াল(এফসিপিএস), মহিলা অভিজ্ঞ ডা. সৈয়দা কিমিয়া শাহদাতী জেনারেল ফিজিশিয়ান ডা. রেজাউল করিম রানা ও ডা. সুদীপ্ত বাগচী।
চিকিৎসা সেবার সার্বিক ব্যবস্থাপনা সহযোগিতা করেন এসএম মেসবাহুল আলম টুটুল, জি এম মনিরুজ্জামান, এ এম মুজাহিদুর রহমান, ।
২দিন ব্যাপি ক্যাম্পেইনে ৮৫০ জন রোগীর সেবা প্রদান করা হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)