ডুমুরিয়ায় আলোচনা সভা, র্যালী ও নানা কর্মসুচী’র মধ্যে দিয়ে বিশ্ব কন্যা শিশু দিবস, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে পৃথক ভাবে তিনটি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি’র বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার সরোজ কান্তি মিন্ত্রী, শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুন্নাহার, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রীতিশ কুমার মন্ডল, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোকলেচুর রহমান মনা, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্নিমা রানী প্রমুখ। আলোচনা সভার পূর্বে পৃথক ভাবে তিনটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)