বক্তব্য দেন নারী নেত্রী মিসেস মিমি মমতাজ, রুপালী বিশ্বাস, কল্যানী, শান্তা, রাবেয়া বসরি প্রমুখ। অনুরুপভাবে গুটুদিয়া ইউনিয়নে আলোচনা সভায় বক্তব্য রাখেন রিনা মন্ডল, অর্চনা ফৌজদার, সাধনা ফৌজদার, লতা মন্ডল, ধামালিয়া ইউনিয়নে ডাঃ ইকবল কবির, আলেয়া বেগম, রুদাঘরায় মঞ্জুর কাদের বিশ্বাস, নুর মোহাম্মাদ খান ও ইউনিয়ন সমন্বয়কারী সঞ্চিতা বিশ্বাস, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামছুর উদ্দীন, দেবব্রত অধিকারী, রংপুরে চিত্ত বালা, সবুজ মন্ডল, রঘুনাথপুরে বিএম আনোয়ার পারভেজ, আটলিয়ায় অধ্যাপক মনিরুজ্জামান ব্রাউন, খর্ণিয়ার অলোক মল্লিক, শরাফপুরের মনোরঞ্জন দাস, ইউসি সুব্রত মন্ডল, শোভনার সমর কৃষ্ণ মল্লিক, গৌতম অধিকারী, সাহস ইউনিয়নের বেবী মন্ডল, ভান্ডারপাড়া সহ ১৪টি ইউনিয়নে অনুরুপ কর্মসূচী পালিত হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)