চুকনগর (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ার আঠারোমাইল বাজারের ব্যবসায়ী সম রোকনুজ্জামান মন্টুর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাস্তার উপর থেকে তার মোটরসাইকেলটি চুরি করা হয়।
উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সম রোকনুজ্জামান মন্টু জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার ব্যবহৃত ব্লু রং এর ইয়ামা এফ জেড (খুলনা এল এ ১২-১০৫২) গাড়িটি বাদুড়িয়া রোডে রেখে তিনি মৎস্য ঘেরে যান। কিছুক্ষন পরে ফিরে এসে দেখেন উক্ত স্থানে মোটরসাইকেলটি নেই।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, মোটরসাইকেল চুরির বিষয়টি আমাদের জানানো হয়েছে।
(5)