ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচীর উদ্যোগে শষ্যকর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়নের রুদাঘরা উত্তরপাড়া ব্লকে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মিতালী আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, চেয়ারম্যান জি এম আমানউল্লাহ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্যদেন, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, ব্র্যাক’র পূর্নিমা দাশ, মেহেরী তাজ, প্রদীপ কুমার ও ইফতেখার আহমেদ প্রমুখ। মাঠ দিবসে ওই ব্লকের ৪০জন কিষাণ-কিষানীকে নিয়ে আধুনিক প্রযুক্তিতে ধান চাষসহ যাবতীয় কৃষিকাজের ওপর আলোচনা করা হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)