ডুমুরিয়ায় দুই’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলার এনজিসি এ্যান্ড এনসিকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওই প্রতিযোগিতা শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইনের সভাপতিত্বে এবং ভূমিজ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ হেল হাদীর সঞ্চালনায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সংশ্লিষ্ট বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্টানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল ও অধ্যাপক শশংক শেখর ঢালী।
বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল- নারী মর্যাদা বৃদ্ধিতে পরিবারের চেয়ে শিক্ষা প্রদিষ্টানের ভুমিকা বেশি। এর পক্ষে যুক্তি তুলে বক্তব্যদেয় মির্জাপুর স্কুলদল ও বিপক্ষে অবস্থান নেয় ডুমুরিয়া স্কুলদল। শেষে মির্জাপুর স্কুলদল বিজয়ী হয়।
এরপর মর্যাদায় গড়ি সমতা-এই প্রতিপাদ্যে’র ওপর একটি কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এতে স্কুল দুইটির ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুমিজের মোঃ মসিউর রহমান, বাসুদেব দাস, রতন দাস ও স্বরস্বতী গাইন প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)